পালংখালীতে মৎস্যজীবী লীগের ৩নং ওয়ার্ড গ‌ঠিত হ‌য়ে‌ছে

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২১
সীমান্তবাংলা ডেক্স : পালংখালীতে মৎস্যজীবী লীগের ৩নং ওয়ার্ড গ‌ঠিত হ‌য়ে‌ছে।
গত শুক্রবার ২৯জানুয়া‌রি ২১ থাইংখালী উচ্চবিদ্যালয় মিলনায়ত‌নে সমপন্ন হয়।
প্রধান অতিথি উপ‌জেলার আহবায়ক সাংবাদিক মোসলেহ উদ্দীন, প্রধান বক্তা যুগ্ন আহবায়ক শফিক সিরাজ।  বিশেষ অতিথিবৃন্দ যথাক্রমে ইউনিয়ন  আহবায়ক ছৈয়দ করিম, যুগ্ন আহবায়ক গিয়াস উদ্দীন, যুগ্ন আহবায়ক মোহাম্মদ সোহেল, যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম ।  সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড মৎস্যজীবি লীগ সভাপতি আবুল কালাম, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম।
বক্তারা বলেন, মাদক যেনো পালংখালী বা‌সির জন‌্য মরার উপর খাড়া ঘা। সীমান্ত পার হ‌য়ে এপারে আসছে ইয়াবা। নাফনদীর এপা‌রে র‌য়ে‌ছে চিংড়ীসহ নানা জা‌তের মৎস‌্যখামার। এ পেশায় জী‌বিকা নির্বাহ হাজা‌রে জে‌লে। ইয়াবা আগ্রাসন বন্ধ কর‌তে গি‌য়ে সীমা‌ন্তের নদী পা‌রে জে‌লে‌দের যাতায়‌তে নি‌ষেধাজ্ঞা দেওয়া‌ হয়ে‌ছে। যে কার‌নে হাজা‌রো মৎস‌্যজী‌বি প‌রিবার অনাহা‌রে সীমাহী ক‌ষ্টের জীবন যাপন কর‌ছেন।
এ‌দি‌কে মৎস‌্যখাত‌কে আ‌রো গ‌শিীল কর‌তে সরকার ও মৎস‌্যজী‌বি লীগ সংগঠন কাজ কর‌ছে। কিন্ত সরকা‌রে এ স্ব‌দ্বিচ্ছা ভে‌স্তে যা‌চ্ছে উ‌খিয়ার মৎস‌্যখাত খ‌্যাত পালংখালী‌তে।
সমা‌বে‌শে প্রধান অ‌থি‌তি ব‌লেন, ইয়াবা নজরদা‌রির ব‌্যাখ‌্য দে‌খি‌য়ে বিশাল মৎস‌্যখা‌তকে বাধার ম‌ুখে না ফে‌লে সীমা‌ন্তের লা‌গোয়া মৎস‌্যখা‌তের সা‌থে কর্মরত জে‌লে‌দের সহ‌যো‌গিতা করা দা‌য়িত্বশীল‌দের কর্তব‌্য। তি‌নি আশা প্রকাশ ক‌রে ব‌লেন জেলেরা যা‌তে পূর্বের ন্যায় কাজ কর‌তে পা‌রে তার জন‌্য সং‌শ্লিষ্ট দা‌য়িদ্বশীল‌দের দৃ‌ষ্টি আকর্ষণ ক‌রে‌ছেন।
সভা শেষে পালংখালী ইউনিয়নের সরব স্টেশান থাইংখালী বাজারে জাল যার জল তার শ্লোগা‌নে একটি মিছিল প্রদক্ষিণ করে।

৩০জানুয়ারি/এডমিন/ইবনে

সংবাদটি শেয়ার করুন