টেকনাফ রঙ্গিখালী এলাকায় অভিযান পরিচালনা করে ৮হাজার পিস উদ্ধারসহ ১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২১

সীমান্তবাংলা ডেক্স : কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন রঙ্গিখালী এলাকার মইনুুদ্দিন
মেমোরিয়াল কলেজের সামনে অভিযান পরিচালনা করে ৮,০০০ পিস উদ্ধারসহ

০১ জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, কক্সবাজার, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক কারবারী কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন রঙ্গিখালী গ্রামের মইনুুদ্দিন মেমোরিয়াল কলেজের সামনে টেকনাফ টু কক্সবাজারগামী পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল উপরোক্ত স্থানে পৌঁছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক কারবারী পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী দীল মোহাম্মদ (৩৫) (রোহিঙ্গা), পিতা- আবু তাহের, সাং- লেদা ক্যাম্প নং-২৬, বøক নং- এফ, শেড নং- ১৩৮, রুম নং-১৩৮, ইউপি- হ্নীলা, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজারকে ধৃত করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত

আসামীর দেহ তল্লাশী করে সর্বমোট ৮,০০০ (আট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবৎ টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে
আসছে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে
কক্সবাজার জেলার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

২৯জানুয়ারি/কারই/এডমিন/ইবনে

সংবাদটি শেয়ার করুন