ওয়ানডে সুপার লিগ: যেখানে সবার সেরা বাংলাদেশ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২১

সীমান্তবাংলা ডেক্সঃ সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে স্বাগতিক বাংলাদেশ। এই সিরিজের মধ্য দিয়েই বিশ্বকাপ সুপার লিগ মিশন শুরু করেছে টাইগাররা। তবে দুই ম্যাচ খেলেই নেট রানরেটে সবাইকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ।

সুপার লিগে দুই ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তবে নেট রানরেটে ইতোমধ্যে সবার চেয়ে এগিয়ে রয়েছে টাইগাররা। দুই ম্যাচ শেষে বাংলাদেশের নেট রানরেট +১.৩৭৯। বাংলাদেশের পরেই রয়েছে ইংল্যান্ড। তাদের নেট রানরেট +০.৭৯০।

সুপার লিগের পয়েন্টের ওপর ভিত্তি করেই ২০২৩ সালের বিশ্বকাপে সুযোগ পাবে দলগুলো। ভারত স্বাগতিক হওয়ায় সরাসরি খেলবে, ভারত বাদে বাকি সেরা সাত দল সরাসরি অংশ নিবে বিশ্বকাপে। বর্তমানে সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। ৬ ম্যাচে তাদের পয়েন্ট ৪০। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে তালিকার ৮ নম্বরে রয়েছে ভারত।

সূত্র: আইসিসি

(সীমান্তবাংলা/আর.এম.আর/২৪ জানুয়ারি)

সংবাদটি শেয়ার করুন