জেলা মৎস্যজীবি লীগের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও নবাগত ডিসিকে বরণ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১

নিজস্ব প্রতিনিধিঃ 

কক্সবাজার জেলা মৎস্যজীবীলীগ জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে।ভোরে ফাতেহা পাঠ,কোরআন খানি ও জাতীয় এবং সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্যদিয়ে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ কর্মসূচীর সূচনা করা হয়।বিকেলে সংগঠনের জেলা সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নুরুল আলম আজাদের সঞ্চালনায় বঙ্গবন্ধুর আত্নজীবনীর স্মৃতি চারণ করেন সাধারণ সম্পাদক এম ডি আবদুল হক নুরী,সিনিয়র সহ সভাপতি মোঃ তৈয়ব সহ সভাপতিত্রয়এইচ এম ছৈয়দ আকবর (প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক,গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতি লিঃ) দুলাল কান্তি দাশ ও প্রফেসর শাহ নিজাম চৌধুরী, প্রচার সম্পাদক নাছির উদ্দিন,পৌর সভাপতি ফোরকান আজাদ,সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন জনি,সহ সাধারণ সম্পাদক মহি উদ্দিন আজাদ,ঈদগাঁও সাংগঠনিক উপজেলা সভাপতি মৌঃ নুরুল আমিন,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,পোকখালী ইউনিয়ন সভাপতি নাছির উদ্দিন ও মাতারবাড়ি ইউনিয়ন সভাপতি আকতার হোসাইন প্রমূখ নেতৃবৃন্দ।আলোচনা সভার পূর্বে মৎস্যজীবীলীগের নেতা কর্মীরা কক্সবাজারের নবাগত জেলা প্রশাসক মামুনুর রশিদকে বরণ করতে জেলা প্রশাসক কার্যালয়ে যান।সেখানে তারা নব নিযুক্ত জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।এসময় সংগঠনের জেলা সভাপতি আজিজ চৌধুরী মৎস্যজীবীলীগের পক্ষে ৩০ টি দাবি সম্বলিত স্মারক লিপি হস্তগত করেন এবং বঙ্গবন্ধুর স্বপ্ন “জাল যার জলাশয় তার”নীতি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর আশু দৃষ্টি চান।মৎস্যজীবীলীগ নেতাদের আহবানের প্রেক্ষিতে জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা তা দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বস্ত করেন।

( সীমান্তবাংলা/ মো উ/ ১০ জানুয়ারী ২০২১)