কক্সবাজারের প্রত্যন্ত পল্লি ও এতিমখানায় ইম্পাওয়ার মি কতৃক শীতবস্ত্র বিতরণ।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২০

 

এহছানুল হকঃ 
সারাদেশে দিনদিন শীতের প্রকোপ বেড়েই চলেছে। প্রচন্ড শীতে ও কুয়াশায় কক্সবাজারের প্রত্যন্ত পল্লিতে দৈনন্দিন কার্যক্রম চালিয়ে নিতে সেখানকার মানুষের কষ্ট হচ্ছে।

“উইন্টার এইড ২০২০” এই প্রতিপাদ্যকে সামনে রেখে Empower Me এর উদ্যোগে কক্সবাজার সদর উপজেলার, উত্তর ডিক্কুল নামক এক প্রত্যন্ত পল্লিতে অবস্থিত একটি এতিমখানা ও পল্লির অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র পেয়ে নুরুল ইসলাম (শিক্ষার্থী) বলেন, “শীতবস্ত্র পেয়ে আমি খুবই আনন্দিত। এখন আমি এটা জড়িয়ে বাসায় ভালভাবে পড়াশোনা করতে পারবো।“ এম্পাওয়ার মি এর প্রতিষ্ঠাতা জনাব শাহ লালন আমিন বলেন, “এই বছর শীতে ও করুনার প্রভাবে বাংলাদেশের অনেক মানুষ ভোগান্তিতে রয়েছে, আমাদের এই উদ্যোগ তাদের জন্য কিছুটা হলেও প্রশান্তি যোগাবে।”

এতে উপস্থিত ছিলেন ইম্পাওয়ার মি এর কো-অর্ডিনেটর আবদুল্লাহ মোহাম্মদ কাউচার, কমিউনিকেশন অফিসার শাহরুখ করিম, ইভেন্ট অফিসার মিনহাজ, ফাইন্যান্স অফিসার সাইদুল সাকিব এবং অন্যান্য সদস্য এবং স্থানীয় ব্যাক্তিবৃন্দ।

( সীমান্তবাংলা/ এ হ/ ২৭ ডিসেম্বর ২০২০)