দীর্ঘ ৮ মাস কারাভোগের পর মুক্তি পেলেন ফটো সাংবাদিক কাজল

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২০

ডিজিটাল নিরাপত্তা আইন সহ বেশ কয়েকটি মামলায় গ্রেপ্তারের ৮ মাস কারাভোগের পর অবশেষে আজ (২৫ ডিসেম্বর) কারামুক্ত হলেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে তিনি কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্তি পান। এ সময় কারাফটকের সামনে তার স্বজনেরা উপস্থিত ছিলেন । মুক্তি পাওয়ার পর ছেলেকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন কাজল।

দুপুর পৌনে ১২টার দিকে বাসায় ফেরেন কাজল। গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন তার ছেলে মনোরম পলক। তিনি জানান, তার বাবা অত্যন্ত ক্লান্ত। সুস্থ বোধ করলে সবার সঙ্গে কথা বলবেন।

গত ৩ মে ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ পাওয়া যায়। এর আগে, কয়েকদিন তিনি নিঁখোজ ছিলেন। গত ২ মে গভীর রাতে বেনাপোল থানার একজন পুলিশ সদস্যের ফোন দিয়ে ছেলের সঙ্গে কথা বলেছিলেন কাজল। ওই সময়ের আগে তাকে বিজিবি সদস্যরা বেনাপোল থানায় নিয়ে আসেন। পরে তাকে আটক করে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করে পুলিশ। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

( সীমান্তবাংলা/ শা ম/ ২৫ ডিসেম্বর ২০২০)