মঙ্গলবার কক্সবাজারে আসছেন চরমোনাই পীর

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২০

 

এম.কলিম উল্লাহ, কক্সবাজার:

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এক মাহফিলে যোগ দিতে কক্সবাজারে আসছেন।

আগামী ২২ ডিসেম্বর (মঙ্গলবার) অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির এ প্রধান মেহমান ও সাংগঠনিক সফরে কক্সবাজার আসছেন বলে জানিয়েছেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা শাখার সদর আলহাজ্ব নুরুল আমিন।

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিতব্য বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আমীরুল মুজাহিদীন আলহাজ হযরত আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন, আল্লামা মুফতি মিযানুর রহমান সাঈদ। এছাড়া খ্যাতনামা ওলামা-মাশায়েখ ও বুযুর্গানে দ্বীন তাশরীফ আনবেন। মাহফিল বিকাল ৩ টায় আরম্ভ হয়ে রাত ১১ টায় শেষ হবে বলে জানিয়েছেন কক্সবাজার জেলা মুজাহিদ কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম।

আমিরের আগমনে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখা ও সহযোগী সংগঠন বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছেন।
মঙ্গলবার সকাল ১০ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার উদ্যোগে জেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনের আয়োজন চলছে বলে জানিয়েছেন জেলা শাখার সভাপতি মুহাম্মদ মোরশেদ কারিমী।

পীর সাহেব চরমোনাই আগমন ও সকল প্রোগ্রাম সফল করতে সর্বাত্মক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জেলা সেক্রেটারী মাওলানা মুহাম্মদ শুয়াইব।

প্রোগ্রাম সফল করতে সংগঠনের ওয়ার্ড, ইউনিয়ন, জেলা, উপজেলার সকল দায়িত্বশীলবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, কর্মী সমর্থক ও জেলাবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী।

( সীমান্তবাংলা/ শা ম/ ২০ ডিসেম্বর ২০২০)