স্বাস্থ্যনীতির বালাই নেই, পর্যটকে ভরপুর কক্সবাজার সৈকত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২০

সীমান্তবাংলাঃ মহামারী করোনাভাইরাস সংক্রমনের কারণে দীর্ঘ ৫ মাসেরও বেশি সময় কক্সবাজারের পর্যটন শিল্প বন্দ্ব থাকার প্রায় ৫ মাস পর পরীক্ষামূলকভাবে খুলে দেয়া হয় গত ১৭ আগস্ট থেকে । স্বাস্থ্যবিধি মানার শর্ত সাপেক্ষে খুলে দেয়া পর্যটন কেন্দ্র এখন পর্যটকের ঢলে ভরপুর। সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা পুরোপুরি উপেক্ষিত।

সাপ্তাহিক ছুটির দিন সহ অন্যান্য ছুটি থাকায় ব্যাপক পর্যটক সমাগম হয়েছে কক্সবাজার সৈকতে। খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই সৈকত তীরের হোটেল-মোটেল-কটেজ ও গেস্ট হাউজগুলোর সিট বুকিং শেষ হয়ে গেছে। শুক্রবার ভোর থেকেই সৈকতে ভীড় জমেছে অসংখ্য পর্যটকের। তাদের বেশিরভাগ পর্যটকই স্বাস্থ্যবিধি মানছেন না বলে জানিয়েছেন সৈকতে দায়িত্বরত লাইফগার্ডকর্মীরা।

এদিকে পর্যটকদের সেবা দিতে ব্যস্ত সময় পার করছেন পর্যটন শিল্পের সাথে যুক্ত সংশ্লিষ্টরা। আর নিরাপত্তা নিশ্চিতে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন ট্যুরিস্ট পুলিশ সহ জেলা পুলিশ এবং জেলা প্রশাসন।

( সীমান্তবাংলা/ শা ম/ ১৫ নভেম্বর ২০২০)