এসপি আনিসুল করিম হত্যাকান্ডে ১০ আসামীর ৭ দিন করে রিমান্ড মঞ্জুর। মাইন্ড এইড হাসপাতাল সীলগালা।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২০

রাজধানীর ঢাকার একটি মানসিক হাসপাতালের কর্মচারীদের মারধরে সিনিয়র এএসপি আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় গ্রেফতার ১০ আসামির প্রত্যেকের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যাকান্ড সংগঠিত মাইন্ড এইড হাসপাতালটি সীলগালা করে দেয়া হয়েছে।

১০ নভেম্বর মঙ্গলবার বিকেলে এএসপি আনিসুল হত্যায় তাদের রিমান্ডের আদেশ দেন আদালত। দুপুরে রিমান্ডের আবেদন করে তাদের আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত এই আদেশ দেন।
এর আগে, এসপি আনিসুলকে মারধরের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ১০ জনকে গ্রেফতার করে পুলিশ। মারধরের ঘটনায় এদের সবার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছিলেন তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার হারুন অর রশীদ।

সোমবার (৯ নভেম্বর) রাতে রাজধানীর আদাবরের মাইন্ড এইড নামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে হাসপাতাল কর্মীদের মারধরে মৃত্যু হয় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার মোহাম্মদ আনিসুল করিমের।

( সীমান্তবাংলা/ শা ম/ ১০ নভেম্বর ২০২০)