চীনে পাঁচ দিনে ৯০ লাখ নাগরিকের করোনা পরীক্ষা!

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ১২, ২০২০

সীমান্তবাংলা ডেক্স : নতুন করে করোনা সংক্রমণের কারণে চীনের চিংতাও শহরের ৯০ লাখ বাসিন্দার করোনা পরীক্ষার ঘোষণা দিয়েছে শহরটির কর্তৃপক্ষ। বিদেশ থেকে ফেরা কিছু নাগরিকের শরীরে উপসর্গবিহীন করোনা সংক্রমণের প্রমাণ মেলার পর এই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আগামী পাঁচ দিনের মধ্যে শহরটির সবার (৯০ লাখ) করোনা পরীক্ষা সম্পন্ন করা হবে।’ এর আগে গেল মে মাসে মাত্র ১০ দিনে পুরো উহান শহরের এক কোটি ১০ লাখ বাসিন্দার করোনা পরীক্ষা করা হয়।

চীনের রাজধানী বেইজিংয়ের ৭০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের এই উপকূলীয় শহরে ১১ অক্টোবর সন্ধ্যা নাগাদ নতুন করে ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ছয়জন উপসর্গহীন। আক্রান্ত সবাই চিংতাও চেস্ট হাসপাতালে চিকিৎসাধীন।

করোনা সংক্রমণের পর থেকেই চিংতাওয়ে এক লাখ ৪০ হাজারেরও বেশি মানুষের দেহে করোনাভাইরাসের উপস্থিতির প্রমাণ মিলেছে।

ঢাকাটাইমস/১২অক্টোবর/এডমিন/ইবনে

 

সংবাদটি শেয়ার করুন