রোহিঙ্গা ক্যাম্পে দফায় দফায় সংঘর্ষ। নিহত ৪

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২০

সীমান্তবাংলাঃ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। নিহতের মধ্যে মুন্না বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মুন্নার বড় ভাই গিয়াস উদ্দীনকে রোহিঙ্গারা গনধোলাই দিয়ে হত্যা করেছে বলে বিশ্বস্থ সুত্রে জানায়। আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।

মঙ্গলবার রাত ৮টার দিকে উখিয়ার লম্বাশিয়ার চৌমুহনী তাবলিগ জামাতের মারকাজ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে মুন্না বাহিনীর মোহাম্মদ ও গিয়াস উদ্দিনের নাম জানা গেলেও বাকি দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরসি) অফিস সূত্র চারজন নিহতের খবর নিশ্চিত করেছেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম ক্যাম্পে সংঘর্ষের ঘটনায় চার রোহিঙ্গার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ক্যাম্পের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

(সীমান্তবাংলা/ শা ম/ ৬ অক্টোবর ২০২০)