২৬ সেপ্টেম্বর থেকে ১৫ দিনব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২০

২৬ সেপ্টেম্বর থেকে ১৫ দিনব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এই সময়ে নির্ধারিত টিকাদান কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে। এছাড়া ওই সময় পুষ্টি বিষয়ক বিভিন্ন বার্তা জনগণের মাঝে প্রচার করা হবে।

এতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির প্রেক্ষাপটে স্বাস্থ্যবিধি মেনে আসন্ন জাতীয় ভিটামিন ‘এ’ ক্যাম্পেইনকে সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভিটামিন ‘এ’ ২৬ সেপ্টেম্বর থেকে ১৫ দিনব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু কমায়। অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধে এবং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শিশুমৃত্যুর ঝুঁকি কমানোর লক্ষ্যে সরকার প্রতি বছর ২ বার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল রঙের ভিটামিন খাওয়ানোর কর্মসূচি গ্রহণ করে থাকে বলে তথ্য বিবরণীতে জানানো হয়েছে।

সীমান্ত বাংলা/২৪সেপ্টেম্বর২০২০