১৯ হাজার,৬শত পিস ইয়াবাসহ ২জন রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০

মারজান আহমেদ চৌধুরীঃ উখিয়ার রাজাপালং এলাকা থেকে ১৯ হাজার,৬শত পিস ইয়াবাসহ ২জন রোহিঙ্গা ইয়াবা কারবারিকে আটক করেছে র‌্যাব। ২৩ সেপ্টেম্বর বুধবার  দিবাগত রাত ১২ টার দিকে হাইওয়ে পুলিশ ডাম্পিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়। র‌্যাব-১৫ সহকারি পুলিশ সুপার ও সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, আটককৃত ইয়াবা কারবারিরা হলেন কুতুপালং দুই নম্বর ক্যাম্পের ডি-ব্লকের আবুল কাশেমের ছেলে জিয়াউল হক (৩০) ও এক নম্বর ক্যাম্পের ই-ব্লকের লম্বাশিয়া এলাকার মীর কাশেমের ছেলে কামাল হোসেন (২০)।

তিনি জানান, ২জন রোহিঙ্গা পাচারের জন্য বেশকিছু ইয়াবা নিয়ে অবস্থান করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হলে হাতেনাতে ২ জনকে আটক করা হয়। পরে তাদের হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশি করে ১৩ টি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ১৯ হাজার,৬শত পিস ইয়াবা উদ্ধার হয়। যার অনুমান মূল্য ৯৮ লক্ষ টাকা।

উখিয়া থানা পুলিশ জানায়, আটককৃত ২জন ইয়াবা কারবারিকে উখিয়া থানায় হস্তান্তর করেছে র‌্যাব।