নিবন্ধন পেলো সামাজ সেবা মূলক সংগঠন ঐকতান যুব ফাউন্ডেশন

প্রকাশিত: জুলাই ২৩, ২০২০

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে অরাজনৈতিক ও সামাজ সেবামূলক প্রতিষ্ঠান “ঐকতান যুব ফাউন্ডেশন” সরকারী (নিবন্ধন) পেয়েছে। গতকাল বুধবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর মুন্সিগঞ্জ এর উপ-পরিচালক মো.মতিয়ার রহমান সংগঠনটির সহ-সভাপতি মো. নাছির উদ্দিন ও সাধারণ সম্পাদক হাজী নাজমুল মোল্লার হাতে নিবন্ধন সনদ হস্তান্তর করেন। এ সময়ে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা ডলি রানি নাগ, শ্রীনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল বাকীসহ অন্যান্যরা।

উল্লেখ্য,২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি মাসে শুভ সূচনার মধ্য দিয়ে এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন সামাজ সেবামূলক কার্যক্রমে পরিচালনার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে সংগঠনি। সংগঠনটি প্রতিষ্ঠা করেন উপজেলার বালুচর ইউনিয়নের মোল্লা কান্দি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক নাজমুল মোল্লা ও স্থানীয় যুব সমাজ। সংগঠনটির জন্মলগ্ন থেকেই সকল সদস্য গণ সামাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করে চলেছে। সেই সুবাদে সংগঠনটির সভাপতি রাজিব মোল্লা সদস্যদের স্বমন্বয়ে বেশ কিছু উন্নয়নমূলক ও শিক্ষামূলক কার্যক্রমের অংশ গ্রহণ করে । বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ১শত ৫০ জন্য।