কক্সবাজার জেলা প্রেসক্লাব’র সভা : সাংবাদিকদের উপর হামলার নিন্দা ও শাস্তির দাবি

Date:

প্রেস বিজ্ঞপ্তি:

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা, তাদের গাড়ি ভাঙচুর, প্রবীণ সাংবাদিক রফিক ভূঁইয়া হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ ও এসব নারকীয় ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে কক্সবাজার জেলা প্রেসক্লাব।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় কক্সবাজার জেলা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভায় এই দাবি জানানো হয়।

প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রূপালী সৈকতের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আগামী ১১ ডিসেম্বর কক্সবাজারে বর্ণাঢ্য ও জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন, শীতকালীন পারিবারিক পিকনিক আয়োজন, সাংবাদিকদের জন্য কল্যাণ ফাণ্ড গঠনসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

কক্সবাজার জেলা প্রেসক্লাবের কার্যালয়ে সাংগঠনিক সম্পাদক ও সিএনএন বাংলা-র সম্পাদক তৌহিদ বেলাল’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, জেলা প্রেসক্লাবের আজীবন সদস্য ও কোস্ট ফাউন্ডেশন এর সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম, সিনিয়র সহসভাপতি, ডেইলি ইন্ডাস্ট্রি প্রতিনিধি এইচএম ফরিদুল আলম শাহীন, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার এইচ এম এরশাদ, যুগ্ম সম্পাদক ও দেশ টিভির প্রতিনিধি আবছার কবির আকাশ, সহসম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি মোহাম্মদ আমিন উল্লাহ, অর্থ সম্পাদক ও দৈনিক গণসংযোগ এর পরিচালনা সম্পাদক জাহেদ হোসেন, সাহিত্য বিষয়ক সম্পাদক স ম ইকবাল বাহার চৌধুরী, দপ্তর সম্পাদক মুহাম্মদ হাসান, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম শ্রাবণ, পাঠাগার সম্পাদক রমজান আলী সিকদার, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও দৈনিক প্রলয় প্রতিনিধি ইয়াছমিন মুন্নী, নির্বাহী সদস্য মাহবুব আলম মিনার।

সভার শুরুতে কুরআন তেলাওয়াত ও মরহুম সাংবাদিক রফিক ভূঁইয়া স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

পরে কেক কেটে ও ফুল দিয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি এইচ এম ফরিদুল আলম শাহীনের জন্মদিন পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হলেন এম. দলিলুর রহমান

  (বিশেষ প্রতিনিধি) বহুল প্রচারিত দৈনিক প্রতিদিনের কাগজের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি...

মাদক কারবারে পাচারকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার

মায়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা সিগারেট, স্বর্ণের বার, ইয়াবাসহ...

নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জন নি’হ’ত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জমিতে ধান কাটার কাজ করার সময় বজ্রাঘাতে...

সংবাদ প্রকাশের জের:পাচার কালে জ্বালানী তেল জব্দ:টহলদলের গাড়ীতে হামলা:অধরা চোরাকারবারি

  এম.এ.রহমান সীমান্ত: গত কয়েকদিন ধরে দৈনিক গণসংযোগ পত্রিকায় ববস্তুনিষ্ঠ ও...