রামুর ঈদগড়ে ব্যবসায়ী তারেকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

Date:

 

কামাল শিশির, রামু

রামুর ঈদগড়ের তরুণ ব্যবসায়ী জামান মোহাম্মদ তারেক হোসাইন (৩১) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করায় বাজার প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পরবর্তী এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১০ই আগস্ট (বৃহস্পতিবার) দুপুর আড়াইটার দিকে উক্ত মানববন্ধন-বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, স্থানীয় সিনিয়র সাংবাদিক কামাল শিশির।তিনি জানান ব্যবসায়ী জামান মোহাম্মদ তারেক হোসাইন কে যারা এই ধরনের হামলা করেছে তাদের দ্রুত সনাক্ত পূর্বক আইনের আওতায় নিয়ে আসতে হবে। অন্যথায় এলাকায় অপরাধীরা আরো বেশি মাথাচাড়া দিয়ে উঠবে। প্রতিনিয়ত ঘটে যাবে নানা অপ্রীতিকর ঘটনা।

তিনি, ঈদগড়ের ডাকাতি ও অপহরণ স্পর্ট গুলোতে পুলিশি তৎপরতা আরো বেশি জোরদার করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান করেন।

অপরদিকে ব্যবাসায়ী জামান মোহাম্মদ তারেক হোসাইনের পিতা ঈদগড় ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান বলেন,আমার ছেলে ডাকাতির পাশাপাশি মারাত্মকভাবে হামলার শিকার হয়েছে। কাল বাজারের অন্য ব্যবসায়ীরাও যেকোন সময় ডাকাতির শিকার হতে পারে। তাই এখনই সময় বুকে সাহস নিয়ে অপরাধীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল হুদা বলেন, শুধু তারেক নয়, অতীতে আরও অনেকে অপহরণ, ডাকাতি সহ নানা ঘটনার শিকার হয়েছে।

এই ব্যবসায়ী নেতা দ্রুত ঈদগড় কে অপরাধী মুক্ত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

ঈদগড় স্বপ্নতরী যুব সংগঠনের সভাপতি সুলতান মোহাম্মদ কাইসার বলেন,
আমাদের ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিত ভাবে এলাকার চিহ্নিত ডাকাত বা অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখতে হবে। যা এখনই সময় এসেছে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা ডাকাতি, অপহরণ, খুনখারাবি বন্ধে এলাকার সবাইকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি জমা দেওয়া বিষয়টিও তুলে ধরেন।

এদিকে মানববন্ধন, বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতি, ঈদগড় স্বপতরী যুব সংগঠন, ঈদগড় এ এম বি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদ, জীবনের আলো ছাত্র সংগঠন, সিএনজি সমিতি, টমটম সমিতি, মিনি টমটম সমিতি সহ আরও একাধিক সামাজিক সংগঠন এতে অংশগ্রহণ করে।

ঈদগড় রূপসী বাংলা সংগঠনের সভাপতি সুলতান মোহাম্মদ কাউসার জানান, ব্যবসায়ীদের নিরাপত্তার স্বার্থে যেখানে যা যা করার দরকার-জনকল্যাণে সব কাজে নিজেকে নিয়োজিত রাখবেন।পাশাপাশি তারেক এর উপর হামলাকারীদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রসাশনের প্রতি অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হলেন এম. দলিলুর রহমান

  (বিশেষ প্রতিনিধি) বহুল প্রচারিত দৈনিক প্রতিদিনের কাগজের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি...

মাদক কারবারে পাচারকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার

মায়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা সিগারেট, স্বর্ণের বার, ইয়াবাসহ...

নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জন নি’হ’ত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জমিতে ধান কাটার কাজ করার সময় বজ্রাঘাতে...

সংবাদ প্রকাশের জের:পাচার কালে জ্বালানী তেল জব্দ:টহলদলের গাড়ীতে হামলা:অধরা চোরাকারবারি

  এম.এ.রহমান সীমান্ত: গত কয়েকদিন ধরে দৈনিক গণসংযোগ পত্রিকায় ববস্তুনিষ্ঠ ও...