নবজাতককে রাস্তায় ফেলে গেলেন মা!

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২০

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে আপন মায়ের ফেলে যাওয়া এক নবজাতকের ঠাঁই হলো নতুন দুই মায়ের কোলে।

শনিবার সকালে ওই উপজেলার পিংনা গ্রামের তারাকান্দি-ভূঞাপুর সড়কের পাশের গর্তে পাওয়া যায় নবজাতকটিকে।

ওই গ্রামের হাজী আবুল হোসেন নবজাতকটিকে তুলে দেন তার দুই পুত্রবধূ পূর্ণিমা-মিতু’র কোলে।

আবুল হোসেন বলেন, ফজর নামাজ শেষে বাড়ি ফেরার আরএমপাড়া জামে মসজিদের সামনে একটি গর্তে বাচ্চাটিকে কাঁদতে দেখি। পরে বাড়িতে নিয়ে দুই পুত্রবধূ পূর্ণিমা-মিতুর কোলে তুলে দেই। তারাই এখন বাচ্চাটির মা।

আবুল হোসেনের পুত্রবধূ পূর্ণিমা বেগম বলেন, ছেলেটি পেয়ে আমরা খুব খুশি। আমরা ওকে মানুষ করবো। ছেলেটির নাম রেখেছি আব্দুল্লাহ বিন ওয়াহিদ আলিফ।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহব্বত কবীর জানান, শিশুটিকে কেউ তারাকান্দি-ভূঞাপুর সড়কের পাশের গর্তে ফেলে গেছে। তার শরীরে কোনো কাপড় ছিল না। কনকনে শীতে অসুস্থ হয়ে পড়েছিলো। হাজী আবুল হোসেন শিশুটির দায়িত্ব নিয়ে বুঝিয়ে দিয়েছেন মানবতা হারিয়ে যায়নি।