নীলফামারির ডিমলায় তৃতীয় পর্যায়ে গৃহহীনদের ঘর নির্মাণ কাজের উদ্বোধন

Date:

 

আমিনুর রহমান দুলাল ‘ ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ

‘আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার’ এই শ্লোগানকে সামনে রেখে মুজিববর্ষের মধ্যে ভূমিহীন ও গৃহহীন সকল পরিবারের জন্য ঘর নিশ্চিতে নীলফামারীর ডিমলা উপজেলায় তৃতীয় পর্যায়ে ‘ক’ শ্রেণি অর্থাৎ ভূমিহীন ও গৃহহীন ৪০টি পরিবারের ঘর নির্মাণ কাজর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারী) সকালে ঘর নির্মাণ কাজের উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে উপজেলার সদর ইউনিয়নের ছোটপুল সংলগ্ন ব্যাঙের ডাঙ্গা নামক এলাকায় এর উদ্বোধন করা হয়।

উপজেলা নিবার্হী কর্মকর্তা বেলায়েত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা তাবিবুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনুল আবেদীন, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম৷

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাউর রহমান, ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম প্রমুখ।

উপজেলা ত্রাণ শাখা সূত্রে জানা গেছে, তৃতীয় পর্যায়ে প্রায় ১৬০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের তালিকা সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে ৪০টি পরিবারের পুনর্বাসন কার্যক্রমের জন্য উদ্বোধন করা হয়েছে আজ। তৃতীয় পর্যায়েও ‘ক’ শ্রেণি ভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ খাস জমি প্রদান করে ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে। প্রতিটি আধা পাকা ঘরের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা করে। সবগুলো বাড়ি সরকার নির্ধারিত একই ডিজাইনে নির্মাণ করা হবে। রান্নাঘর, সংযুক্ত টয়লেট ও ইউলিটি স্পেসসহ অন্যান্য সুবিধা থাকবে এসব বাড়িতে।

সীমান্তবাংলা / ৪ জানুয়ারী ২০২২

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হলেন এম. দলিলুর রহমান

  (বিশেষ প্রতিনিধি) বহুল প্রচারিত দৈনিক প্রতিদিনের কাগজের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি...

মাদক কারবারে পাচারকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার

মায়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা সিগারেট, স্বর্ণের বার, ইয়াবাসহ...

নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জন নি’হ’ত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জমিতে ধান কাটার কাজ করার সময় বজ্রাঘাতে...

সংবাদ প্রকাশের জের:পাচার কালে জ্বালানী তেল জব্দ:টহলদলের গাড়ীতে হামলা:অধরা চোরাকারবারি

  এম.এ.রহমান সীমান্ত: গত কয়েকদিন ধরে দৈনিক গণসংযোগ পত্রিকায় ববস্তুনিষ্ঠ ও...