উখিয়ায় হতদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচী( ইজিপিপি+) প্রকল্পের কাজ উদ্ধোধন

Date:

এম ফেরদৌস,উখিয়া :

উখিয়া উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি+) ২০২১-২০২২ অর্থবছরের প্রথমপর্যায়ের কর্মসূচির শুভ উদ্ধোধন করা হয়েছে।

শনিবার(৪ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে রত্নাপালং ইউনিয়নের (৬নং ওয়ার্ড) কামরিয়াবিল এলাকায় উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদের উপস্থিতিতে অতিদরিদ্র কর্মসংস্থান (ইজিপিপি+) প্রকল্পের কাজ উদ্ধোধন করা হয়।

এসময় উপজেলা প্রকল্প কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, রত্নাপালং ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, নব-নির্বাচিত চেয়ারম্যান নুরুল হুদা,৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মীর আহমদ চৌধুরী ও নব-নির্বাচিত মেম্বার মাহমুদুল হক চৌধুরীসহ আরো মান্যগন্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

প্রকল্পটি কাদের জ্ন্য ?

মূলত এলাকার অতিদরিদ্র এবং মৌসুমী বেকার শ্রমিক পরিবারের জন্য এই প্রকল্প

কে এই কর্মসূচির সুবিধাভোগী হতে পারবে?

দরিদ্র জনগোষ্ঠির অন্তর্ভূক্ত ব্যক্তি যার কাজের সামর্থ্য আছে এবং ভুমিহীন (বাড়ি ছাড়া ০.৫ একরের কম পরিমান জমি আছে)।

যে ব্যাক্তির মাসিক আয় ৪,০০০/- (চার হাজার) টাকার কম অথবা যার মাছ চাষের জন্য পুকুর বা কোন প্রণীসম্পদ নেই ।

অদক্ষ শ্রমিক যারা কাজ করতে আগ্রহী কিন্তু কোন কাজ পায় না । অদক্ষ শ্রমিক বলতে যারা দিন মজুর, রাজমিস্ত্রি,কাঠমিস্ত্রি, ইলেকট্রিক মিস্ত্রি, গ্যাস মিস্ত্রি এবং কারখানা শ্রমিক অথবা যার অন্য কোন কাজের সুযোগ নেই । মহিলা এবং পুরুষ নির্বিশেষে একটি পরিবার থেকে মাত্র ০১ জন এ কাজের জন্য নির্বাচিত হবেন।

সুবিধা গ্রহণের জন্য কোথায় যেতে হয়?

১.ওয়ার্ড কমিটি

২.ইউনিয়ন পরিষদ অফিস

৩. উপজেলা পরিষদ অফিস

কিভাবে প্রকল্প গ্রহণ করা হয়?

১.চাহিদা অনুসারে স্থানীয় জনগন ও উপকার ভোগীদের সম্পৃক্ত করে ওয়ার্ড পর্যায়ে সামাজিক প্রকল্পের প্রাথমিক নির্বাচন সম্পন্ন করতে হয়

২. ইউনিয়নের ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা প্রনয়ণের জন্য সভা আহবান করতে হবে । সভায় মহিলাসহ সর্বস্তরের জনগণের উপস্থিতির লক্ষ্যে ব্যাপক ভিত্তিক প্রচারনা চালাতে হয়

৩. ওয়ার্ড ভিত্তিক প্রকল্পের অগ্রাধিকার তালিকা সভার কার্যবিবরণীসহ ইউনিসয়ন কমিটির নিকট দাখিল করতে হয় ।

৪. বাছাইকৃত প্রকল্প তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ডে ঝুলিয়ে প্রচার করতে হয় ।

ইজিপিপি এর কাজের ধরণ

১. পুকুর, খাল খনন/পুন:খনন ।
২. বাঁধ নির্মাণ/পুন:নির্মাণ (পানি উন্নয়ন বোর্ডকর্তৃক সুপারিশকৃত)
৩. রাস্তা/বাঁধ নির্মাণ পুন:নির্মাণ
৪.গ্রামীন অবকাঠামো উন্নয়ন (রাস্তা, ব্রীজ)
৫. সেচ কাজের জন্য ও জলাবদ্ধতা নিরসনের জন্য খাল/ নালা খনন/ পুন: খনন ।

প্রকল্প থেকে কি কি সুবিধা পাওয়া যায় ?

১. প্রতি কর্মদিবসে ২০০/- টাকা (প্রতি পর্যায়ে ৪০ দিন/বছরে ০২ টি পর্যায়) । ২৫/- টাকা সঞ্চয় হিসেবে জমদা থাকবে ।

২. জবকার্ড সরবরাহ, ১০/- টাকায় একটি ব্যাংক হিসাব খোলা, প্রতি বৃহস্পতিবার মজুরী উত্তোলন ।

৩. পুরুষ/ মহেলা সমান মজুরীর অধিকারী।

৪. কার্যক্ষেত্রে মজুরীর হার প্রদর্শন করতে হয় ।

৫. জবকার্ডে মজুরী প্রদানের সকল তথ্য থাকতে হয় ।

সীমান্তবাংলা/রম/০৪ ডিসেম্বর ২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হলেন এম. দলিলুর রহমান

  (বিশেষ প্রতিনিধি) বহুল প্রচারিত দৈনিক প্রতিদিনের কাগজের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি...

মাদক কারবারে পাচারকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার

মায়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা সিগারেট, স্বর্ণের বার, ইয়াবাসহ...

নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জন নি’হ’ত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জমিতে ধান কাটার কাজ করার সময় বজ্রাঘাতে...

সংবাদ প্রকাশের জের:পাচার কালে জ্বালানী তেল জব্দ:টহলদলের গাড়ীতে হামলা:অধরা চোরাকারবারি

  এম.এ.রহমান সীমান্ত: গত কয়েকদিন ধরে দৈনিক গণসংযোগ পত্রিকায় ববস্তুনিষ্ঠ ও...