ঈদগড়ে পানি খরচের টাকা আদায়ের প্রতিবাদ করায় ২ জন কে পিটিয়ে জখম , থানায় এজাহার দায়ের

Date:

কামাল শিশির,রামু

রামুর ঈদগড়ে সেচ স্কীম ম্যানেজার কর্তৃক অতিরিক্ত পানি খরচের টাকা আদায়ের প্রতিবাদ করায় ২ জন কে পিঠিয়ে গুরুত্বর জখম করেছে দুর্বৃত্তরা।

গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫ টায় ঈদগড় বাজারস্থ মুরগি ব্যাবসায়ী শাহ আলমের দোকানের সামনে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় রামু থানায় লিখিত এজাহার দায়ের করেছে আহত চাষী মোঃশফি।
জানা যায়, ঈদগড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাটাঙ্গল গ্রামের মৃত ফজল করিমের পুত্র আব্দুস শুক্কুর একজন সেচ প্রকল্পের (স্কীম) ম্যানেজার।

চলতি ব্যুরো মৌসুমে ঈদগড় ইউনিয়নের (স্কীম) সেচ ম্যানেজারেরা চাষীদের কাছ থেকে প্রতি কানি জমির পানি খরচ বাবদ ১৮শ টাকা করে নেয়।কিন্ত সেচ ম্যানাজার অাব্দুস শুক্কুর ইচ্ছামত প্রতি কানি জমির পানি খরছ হিসাবে ২৫শ টাকা করে আদায় করে আসছে।

সেচ ম্যানেজার ফোরকান আহাম্মদ জানান , প্রতি কানি জমির পানির খরচ বাবদ সকলের মত ১৮শ টাকা আদায় করি।

অনেকে ২হাজার টাকা করে নেয় বলে শুনেছি। এখন দেখলাম ২৫শ টাকা পর্যন্ত নিচ্ছে।

উল্লেখ্য, গত ১৬ এপ্রিল বিকাল সাড়ে ৫ টায় চাষী মোঃশফি ১.০৪ একর জমির পানি খরছের টাকা দিতে গেলে প্রতি কানি জমি ২৫শটাকা দাবী করে ম্যানেজার আব্দুস শুক্কুর ।

এ সময় চাষী মোঃশফি অন্যান্য সেচ ম্যানেজারের মত প্রতি কানি জমির পানি খরচ হিসাবে ১৮শ টাকা করে দিতে চাইলে ম্যানাজার অাব্দুস শুক্কুর টাকা না নিয়ে উল্টো গালিগালাজ শুরু করে দেয়।

উভয়ের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে ম্যানাজারের লোকজন এসে অসহায় চাষী মোঃশফিকে এলোপাথাড়ি মারধর শুরু করে। এতে মোঃশফি গুরুত্বর জখমপ্রাপ্ত হয়ে মাটিতে লুটে পড়ে।

খবর পেয়ে মোঃশফির পুত্র জাহেদুল ইসলাম তার বাবাকে উদ্ধারের চেস্টা করলে তাকেও অমানবিকাভাবে মারধর করে আহত করে।

আহত মোঃশফি ও তার ছেলে জাহেদুল ইসলাম কে প্রথমে ঈদগড় মেডিকেল সেন্টারে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

আহত চাষী মোঃশফির শারিরীক অবস্থার অবনতি হলে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সু-চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনায় গত ১৭ এপ্রিল সকালে চাষী মোঃশফি বাদী হয়ে ম্যানেজার আব্দুস শুক্কুরসহ ৩ জনকে বিবাদী করে রামু থানা অফিসার ইনচার্জ বরাবর লিখিত এজাহার দায়ের করেন।

এজারহারটি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য রামু থানার এস আই জাফর উল্লাহ কে দায়িত্ব দেওয়া হয়।

এস আই জাফর উল্লাহ এজাহার প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ঈদগড়ে চাষীদের কাছ থেকে অতিরিক্ত পানি খরচের টাকা আদায়ের বিষয়টি রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমাকে অবগত করলে তিনি জানান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সেচ ম্যানাজার আব্দুস শুক্কুর বক্তব্য নিতে ওনার ব্যবহ্নত মোবাইলে বার বার কল করলেও রিসিভ না করাই বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আহত মোঃশফি পুত্র জাহেদুল ইসলাম জানান অতিরিক্ত পানি খরচের টাকা আদায়ের প্রতিবাদ করাই আমার বাবাকে ও আমাকে মারধর করেছে সেচ ম্যানাজার আব্দুস শুক্কুর ছৈয়দ নুর ও রমজান আলী।

তারা আমার পকেটে থাকা ৩০ হাজার টাকা ও কেড়ে নিয়েছে।
আমি সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এই ঘটনায় কাটাজঙ্গল গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে আরো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী মনে করেন।

আর.এম.আর/১৮ এপ্রিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার হলেন এম. দলিলুর রহমান

  (বিশেষ প্রতিনিধি) বহুল প্রচারিত দৈনিক প্রতিদিনের কাগজের লোহাগাড়া উপজেলা প্রতিনিধি...

মাদক কারবারে পাচারকারী আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদার

মায়ানমার থেকে অবৈধভাবে প্রবেশ করা সিগারেট, স্বর্ণের বার, ইয়াবাসহ...

নরসিংদীতে বজ্রাঘাতে মা-ছেলেসহ ৪ জন নি’হ’ত

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে জমিতে ধান কাটার কাজ করার সময় বজ্রাঘাতে...

সংবাদ প্রকাশের জের:পাচার কালে জ্বালানী তেল জব্দ:টহলদলের গাড়ীতে হামলা:অধরা চোরাকারবারি

  এম.এ.রহমান সীমান্ত: গত কয়েকদিন ধরে দৈনিক গণসংযোগ পত্রিকায় ববস্তুনিষ্ঠ ও...