মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশী নিহত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ৮, ২০২০

কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমার সীমান্তরক্ষা বাহিনীর (বিজিপি) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাতে টেকনাফস্থ বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনীর (বিজিবি)-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এই তথ‌্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক বলেন, ‘শনিবার (৭ নভেম্বর) রাতে নাফ নদীতে মাছ শিকারে গিয়ে মোহাম্মদ ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। কিন্তু নাফ নদীতে মাছ ধরা নিষেধ। এর ওপর তিনি মিয়ানমারের সীমান্তে চলে যেতে পারেন। মনে হয়, এ কারণে বিজিপি গুলি করেছে।’

এই কর্মকর্তা আরও বলেন, ‘কী কারণে ওই ব্যক্তি নাফ নদীতে গিয়েছেন, তা জানা যায়নি। তবে, বিজিপি ওই বাংলাদেশিকে গুলি করায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদলিপি পাঠানো হচ্ছে। ভবিষ্যতে যেন এ ধরনের গুলিতে কোনো বাংলাদেশি নাগরিক মারা না যায়, এটা প্রতিকার চেয়ে চিঠি দিচ্ছি।’

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘শনিবার রাতে স্থানীয়রা একজন গুলিবিদ্ধ ব্যক্তিকে নিয়ে আসেন। তার পেটের ডান পাশে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

( সীমান্তবাংলা/ শা ম/ ৮ নভেম্বর ২০২০)