৯৬ জন যাত্রী নিয়ে ফিলিপাইনে সামরিক বিমান বিদ্ধস্থ, নিহত ৫০

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ৫, ২০২১

ইন্টারন্যাশনাল ডেষ্ক;
ফিলিপাইনে রবিবার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৫০ জন সামরিক সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে, এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৫০ জন যাত্রী । আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স বিষয়টি নিশ্চিত করেছেন।

বিধ্বস্ত হওয়া বিমানটিতে ৯৬ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লোরেনজানা। সশস্ত্র বাহিনী প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা জানিয়েছেন, ফিলিপাইনের জলো দ্বীপে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে বিমানটিকে জ্বলতে এবং এর ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।

তাৎক্ষণিকাভাবে এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে দুর্ঘটনার কারণ খুঁজে বের করা হবে বলে জানিয়েছেন বিমানবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মেনার্দ মারিয়ানো। একইসঙ্গে এই মুহূর্তে উদ্ধারকাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সূত্র: রয়টার্স, এপি।