১৯ জুলাই পবিত্র হজ্ব ২০ জুলাই সৌদি আরবে ঈদুল আযহা পালিত হবে

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ১০, ২০২১

 

বিশেষ প্রতিনিধি;

সৌদি আরবে আগামী ১৯ জুলাই পবিত্র হজ্ব ও ২০ জুলাই পবিত্র ঈদুল আযহা পালিত হবে।

শনিবার (১০ জুলাই) সৌদি আরব চাঁদ দেখা কমিটি এই ঘোষণা দিয়েছে। চাঁদ দেখা কমিটি সূত্র জানায় ১৪৪২ হিজরি সনে সৌদি আরবের কোথাও জিলহজ্ব মাসের চাঁদ দেখা যায়নি। সেই সূত্রে আগামীকাল ১১ জুলাই থেকে জিলহজ্ব মাসের দিন গণনা করা হলে ১৯ জুলাই পবিত্র হজ্ব এবং ২০ জুলাই পবিত্র ঈদুল আযহা পালিত হবে বলে জানিয়েছেন সৌদি আরব চাঁদ দেখা কমিটি।

আগামী ১৮ জুলাই পবিত্র হজ্বের আনুষ্ঠানিকতা শুরু করা হবে।

বৈশ্বিক মহামারী কোভিট-১৯ করোনা ভাইরাসের কারণে এবারও সীমিত পরিসরে সৌদি আরবে অবস্থান কারীরাই পবিত্র হজ্ব পালন করার সুযোগ পাবে বলে সৌদি আরব হজ্ব ব্যবস্থাপনা কতৃপক্ষ নিশ্চিত করেছেন।

সৌদি আরবে ২০ জুলাই পবিত্র ঈদুল আযহা পালিত হলে স্বাভাবিক ভাবে বাংলাদেশে ২১ জুলাই পবিত্র ঈদুল আযহা পালিত হবার সম্ভাবনা রয়েছে। কারণ সৌদি আরবের একদিন পরেই বাংলাদেশে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা পালিত হয়।

সীমান্তবাংলা / ১০ জুলাই ২০২১