সৌদিতে আরও দুইটি ফ্লাইটের অনুমতি পেল বিমান

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২০

সীমান্তবাংলা ডেক্স : করোনায় দেশে এসে আটকা পড়া প্রবাসীদের সৌদি আরব ফেরাতে আরও দুইটি নতুন ফ্লাইটের ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ২৯ ও ৩০ সেপ্টেম্বর বিমান বিশেষ এই দুইটি ফ্লাইট পরিচালনা করবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিমান। বিমান জানায়, বাংলাদেশ বিমানের যেসব যাত্রী ১৮, ১৯ ও ২০ মার্চের জেদ্দা এবং ১৮ ও ১৯ মার্চের রিয়াদে বিমানের রিটার্ন কেটেছিলেন তাদের (যথাক্রমে) আগামী ২৯ সেপ্টেম্বর (ঢাকা -জেদ্দা) ও ৩০ সেপ্টেম্বর (ঢাকা-রিয়াদ) বিশেষ ফ্লাইটে সৌদি আরব নিয়ে যাওয়া হবে।

এজন্য বিমান ১৮ -২০ মার্চের জেদ্দা ও ১৮/১৯ মার্চের রিয়াদগামী ফিরতি টিকিটধারী যাত্রীদেরকে এই ফ্লাইটে বুকিং দেয়ার জন্য বিমান সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস/লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ ২৫-২৬ সেপ্টেম্বর যোগাযোগ করতে বলেছে। বুকিং ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে হবে। নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। তাই অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করেছে বিমান।

ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/ইবনে যায়েদ