সাভারের বিরুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের হাতে ডাকাত দলের ৩ সদস্য আটক

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ৭, ২০২০

 

ঢাকার সাভারের বিরুলিয়ায় আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড আ্যাকশন ব্যাটেলিয়নের (র‍্যাব) সদস্যরা।

৭ নভেম্বর শনিবার ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ এসব ডাকাতদেত গ্রেফতার করা হয়। এদের কাছ থেকে ১টি প্রাইভেট কার, ৫০ হাজার টাকা, ২টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ১২ রাউন্ড গুলি উদ্ধার করে র‍্যাব।

সাভারে দিনদুপুরে প্রকাশ্যে গুলি করে ডাকাতি করে প্রায় ৬ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় নড়ে চড়ে বসে আইনশৃঙ্খলাবাহিনী। এরপরই শুরু হয় সাড়াশি অভিযান।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা আমিনবাজারে ইতালি প্রবাসীকে গুলি করে ডাকাতির ঘটনায় জড়িত ছিল। গত ২৮ অক্টোবর প্রবাসী আমানুল্লাহ ব্যাংক থেকে টাকা উত্তোলন করে ফেরার পথে গুলি করে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতরা। এ বিষয়ে সাভার মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে ডাকাতি মামলা করা হয়।

( সীমান্তবাংলা/ শা ম/ ৭ নভেম্বর ২০২০)