সাতক্ষীরায় বেড়িবাঁধ ভেঙে তিন গ্রাম প্লাবিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ৩১, ২০২১

সীমান্তবাংলা ডেক্স : সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর দয়ারঘাট এলাকায় চারটি পয়েন্টে বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। মঙ্গলবার দুপুরের প্রবল জোয়ারের তোড়ে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ভেঙে উপজেলার জেলেখালি, দয়ারঘাট ও উপজেলা সদরের দক্ষিণ এলাকা প্লাবিত হয়। এতে কমপক্ষে অর্ধশতাধিক মৎস্য ঘের ও শতাধিক বাড়ি প্লাবিত হয়েছে।

আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান সম সেলিম রেজা মিলন জানান, খোলপেটুয়া নদীর দয়ারঘাট এলাকার বেড়িবাঁধটি দীর্ঘদিন ধরে ভঙ্গুর অবস্থায় ক্ষতিগ্রস্ত ছিল। মঙ্গলবার দুপুরে প্রবল জোয়ারের তোড়ে তা ভেঙে জেলেখালি, দয়ারঘাট ও উপজেলা সদরের দক্ষিণ এলাকা প্লাবিত হয়। এতে কমপক্ষে শতাধিক বাড়ি এবং অর্ধশতাধিক মৎস্য ঘের প্লাবিত হয়েছে।

তিনি জানান, বিকালে ভাটা শুরু হলে স্থানীয়দের নিয়ে স্বেচ্ছাশ্রমে বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, দয়ারঘাট এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য ইতোমধ্যে এক কোটি ৩৮ লাখ টাকার কাজের টেন্ডার হয়েছে। শিগগির কাজ শুরু হবে বলে জানান তিনি।

 

৩০মার্চ/কেএম/এডমিন/ইবনে

সংবাদটি শেয়ার করুন