সাগরে জলোচ্ছাস, কক্সবাজারে ৪ নং বিপদ সংকেত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২০

সীমান্তবাংলা নিউজ ডেস্কঃ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে উপকূলীয় এলাকায় স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করছেন আবহাওয়া অধিদপ্তর।

২৩ অক্টোবর শুক্রবার সকালে আবহাওয়ার অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে ৪ নম্বর সতর্কতা সংকেতের বিষয়ে নির্দেশ দেয়া হয়। এসময় গভীর সাগরে অবস্থানরত ট্রলার সহ সামুদ্রিক যানবাহন সমুহকে নিরাপদ গন্তব্যে চলে আসার ব্যপারে নির্দেশ দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। শুক্রবার সকাল ৬টায় নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৪৪৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

এটি আরো ঘনীভূত হয়ে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছ আবহাওয়া অধিদপ্তর।

( সীমান্তবাংলা/ শা ম/ ২৩ অক্টোবর ২০২০)