সাকিব আবারও কে.কে.আর এ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২১

সীমান্তবাংলা ডেক্সঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে প্রথমবার মাঠে নামেন বাংলাদেশি তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। এরপর দুই মৌসুম খেলেন সানরাইজার্স হায়দ্রাবাদে। তবে আবারও পুরনো ঠিকানায় ফিরলেন টাইগার অলরাউন্ডার। চলমান নিলামে তাকে কিনে নিয়েছে শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স।

এবারের নিলামে সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ২ কোটি রুপি। তবে ৩.২ কোটি রুপিতে তাকে কিনেছে কেকেআর। ২০১১ সালে কেকেআরের হয়ে প্রথমবার মাঠে নামেন সাকিব। ধারাবাহিক অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে ২০১২ ও ২০১৪ সালে দলটিকে আইপিএলের শিরোপা এনে দেন।
২০১৭ সালে তাকে ছেড়ে দেয় কলকাতা। এরপর সানরাইজার্স হায়দ্রাবাদে যোগ দেন সাকিব। ২ মৌসুম শেষে তাকে রিলিজ করে দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এবার আবারও কলকাতাতেই ফিরলেন টাইগার অলরাউন্ডার।
চলমান নিলামে এখন পর্যন্ত সর্বাধিক দামে বিক্রিত হয়েছেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস। আইপিএল ইতিহাসের সর্বাধিক দামের রেকর্ড গড়েছেন তিনি। ১৬.২৫ কোটি রুপিতে তাকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস।
১৪.২৫ কোটি রুপিতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে যোগ দিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। ৭ কোটি রুপিতে মঈন আলীকে কিনল চেন্নাই। এছাড়া অস্ট্রেলিয়ান তারকা স্টিভ স্মিথ ২.২ কোটি রুপিতে কিনে নিয়েছে দিল্লী ক্যাপিটালস।
এবারের নিলামে অবিক্রিত রয়ে গেছেন জেসন রয়, অ্যালেক্স হেলস, অ্যারন ফিঞ্চ, এভিন লুইসের মতো তারকারা।

সীমান্তবাংলা/আর.এম.আর/১৮ ফেব্রুয়ারী