সন্ত্রাসী ভেবে র‌্যাব সদস্যকে গণধোলাই, বাঁচতে ফাঁকা গুলিবর্ষণ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ১০, ২০২১

বি‌শেষ প্রতিনিধি : থমথমে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহে র‌্যাব সদস্য গণধোলাইয়ের শিকার হয়েছেন। সোমবার রাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত কুঠিবাড়ির প্রধান ফটক সংলগ্ন দোকানিরা র‌্যাব সদস্যদের ওপর হামলা করে।

গণধোলাই থেকে বাঁচতে ফাঁকা গুলিবর্ষণ করে র‌্যাব। এ ঘটনায় দুজনকে আটক করেছে র‌্যাব। আটক কৃতরা হলেন শিলাইদহ ইউনিয়নের দাড়িগ্রামের জামাল মালিথার ছেলে মিঠুন এবং একই ইউনিয়নের বেলগাছি গ্রামের আকমল হোসেনের ছেলে উজ্জ্বল।

স্থানীয়রা জানান, পাবনা থেকে র‌্যাব-১২ এর ৪ জন সদস্য সাদা পোশাকে পরিচয় গোপন রেখে সোমবার বিকাল ৫টার দিকে শিলাইদহ কুঠিবাড়ির মূল ফটকের সামনে বিভিন্ন দোকান থেকে বেশকিছু চাকু ও টিপচাকু উদ্ধার করেন। চাকু উদ্ধার শেষে মিঠুন ও উজ্জ্বলের হাতে হ্যান্ডকাপ লাগিয়ে নিজেদের র‌্যাব সদস্য বলে পরিচয় দেন এবং কুষ্টিয়া অভিমুখে না গিয়ে শিলাইদহের পদ্মা নদীর দিকে অগ্রসর হলে দোকানিরা তাদের ভুয়া র‌্যাব ভেবে হামলা চালায়।

এ সময় র‌্যাব সদস্যরা নিজেদের রক্ষা করতে ফাঁকা গুলিবর্ষণ করেন। একজন র‌্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন বলে জানান তারা। এ ঘটনার পর থেকে কুঠিবাড়িতে বিভিন্ন ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখেছেন এবং এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) রাকিব হাসান জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি কুঠিবাড়িতে পাবনা থেকে র‌্যাব-১২ এর সদস্যরা এসেছিলেন। স্থানীয়রা কথাকাটাকাটির জেরে তাদের ওপর হামলা চালায় এবং একজন র‌্যাব সদস্য আহত হওয়ার খবর শুনেছি। কিছু চাকু উদ্ধার করেছে এবং দুজন দোকানিকে আটক করে নিয়ে গেছে