শেরপুরে শিক্ষকের উপর রামদা দিয়ে হামলা

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ১২, ২০২২

এনামুল হক,শেরপুর প্রতিনিধিঃ

বগুড়ার শেরপুরে পূর্ব শত্রুতার জের ধরে নজরুল ইসলাম (৩৭) নামের শিক্ষকের উপর হামলা চালিয়ে যখম করে আহত করার অভিযোগ উঠেছে জাহিদুল ইসলাম (৩২), নাছিম শেখ (২৮) ও আতিকুল ইসলাম (২২) এর বিরুদ্ধে।

সোমবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বেলগাছি উত্তরপারা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নজরুল ইসলাম বেলগাছী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে ও মির্জাপুর ইউছুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক।

জানা যায়, সকাল বেলা জমিজমা নিয়ে শিক্ষক নজরুলের বাড়ি হতে ৩০০ গজ দুরে দুই পক্ষের দ্বন্দ শুরু হয় । এতে এক পক্ষ নজরুলের বাড়ীর পাশ্বে দিয়ে দৌড় দিয়ে চলে যায়। মানুষের চিৎকার শুনে শিক্ষক নজরুল বাহিরে আসলে আরেক পক্ষ ওই এলাকার আবু হানিফার ছেলে জাহিদুল ইসলাম ও ইয়াকুব আলীর ছেলে নাছিম শেখ ও আতিকুল দেশিয় অস্ত্র দিয়ে এলোপাতারিভাবে মারধর শুরু করে। এক পর্যায়ে নাছিমের হাতে থাকা রামদা দিয়ে ওই শিক্ষক নজরুল ইসলামে কোপ দিলে প্রতিবেশি আব্দুর রশিদ তার হাত ধরে এবং শিক্ষককে রামদায়ের আঘাত থেকে রক্ষা করে। পরে আত্মীয় স্বজন ও এলাকাবাসী শিক্ষক নজরুল ইসলামকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করায়। এ বিষয়ে শিক্ষক নজরুল ইসলাম বলেন, আমার বাড়ী থেকে অনেক দুরে মারামরি আমি সেখানে যায়নি। কিন্ত তারা আমার বাড়ীর উপর এসে আমাকে হত্যার উদ্যোশে হামলা চালিয়েছে। রশিদ না থাকলে হয়তো ঐ রামদায়ের কোপে আমার প্রাণ চলে যেত।

এ ব্যাপারে অভিযুক্ত ইয়াকুব আলী জানান, ওই নজরুল মাস্টার হুকুম দিয়েছে বাড়িতে বসে ছিল।

এ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, আমি এখনও অভিযোগ পায়নি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।