শাজাহানপুরে ১ দিনের চক্ষু শিবির ক্যাম্পের শুভ উদ্বোধন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১

 স্টাফ রিপোর্টার:

বগুড়ার শাজাহানপুরে গাক চক্ষু হাসপাতালের আয়োজনে সকল বয়সী রোগীদের ১ দিনের চোখের ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ও ছানি রোগী বাছাই চক্ষু শিবির ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে ৷ (৬ সেপ্টেম্বর) সোমবার সকাল ৯টায় উপজেলার বৃ- কুষ্টিয়া উদ্দীপ্ত তরুণ সমাজ কল্যাণ সংস্থা বৃ- কুষ্টিয়া সরঃ প্রাথঃ বিদ্যাঃ সংলগ্ন চক্ষু শিবির ক্যাম্পের উদ্বোধন করা হয় ৷

ক্যাম্পটি উদ্ভোধন করেন শাজাহানপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক মোঃ সোহরাব হোসেন ছান্নু ৷ ক্যাম্পটি সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আমরুল, আড়িয়া ও চোপিনগর ইউনিয়নের ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এবং কয়েকজন অসহায় গরীব ছানি রোগীদের সম্পুর্ন বিনামূল্যে অপারেশন এর ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও উদ্বোধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী মাষ্টার,ওয়ার্ড মেম্বার আবুল হোসেন ফকির সংস্থাটির সভাপতি বাপ্পি সাকিদার রাজ, সাধারণ সম্পাদক রাকিবুল আলম রাকিব, উপদেষ্টা মনিরুল ইসলাম মনির ও রাসেল, রাব্বি, মোনায়েম রিয়াদ, মুহিদুল, আসিফ, ওয়াহেদ, মোত্তালেব, মাছুদ, পারভেজ, সাইফুল, রিফাত, বিজয় প্রমূখ ।

সীমান্তবাংলা/ ০৬ সেপ্টেম্বর