রো‌হিঙ্গা‌দের অবাধ বিচরণ ব‌ন্ধে উ‌খিয়া থানা পু‌লি‌শের উ‌দ্যোগ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২

শা‌হিন মঈনুউ‌দ্দিন ■ উ‌খিয়া থানা পুলিশ প্রশাসন রোহিঙ্গাদের অবাধ বিচরণ বন্ধে অভিযান শুরু ক‌রে‌ছে। স্থানীয় শ্রমবাজারে স্থি‌তিশীল প‌রি‌বেশ আইনশৃঙ্কলা প‌রি‌স্থি‌তি বজায় রাখ‌তে বি‌ভিন্ন স্থা‌নে রো‌হিঙ্গা‌দের অবাধ বিচরণ ব‌ন্ধ করার জন‌্য যে উ‌দ্যোগ গ্রহণ ক‌রে‌ছেন, এ খব‌রে স্থানীয়‌দের ম‌ধ্যে খু‌শির আ‌মেজ তৈ‌রি হ‌য়ে‌ছে।

চল‌তি ফেব্রুয়ারিতে উ‌খিয়া থানার অ‌ফিসার ইনচার্জ আহ‌মেদ সঞ্জুর মুর‌শে‌দের ‌নি‌র্দেশনায় উ‌খিয়ার বি‌ভিন্ন এলাকা থে‌কে স‌ন্দেহভাজন অবস্থায় বিচরণকা‌লে তিনডজন রো‌হিঙ্গা‌দের আট‌কের খব‌রে অনলাইন মি‌ডিয়ায় পু‌লিশ প্রশাস‌নের প্রতি অ‌ভিনন্দন জানা‌নো হ‌চ্ছে।

স‌চেতন মহ‌লের অ‌ভিমত, সম্প্রতি ডি‌গ্রি ক‌লে‌জের সম্মুখস্থ সেনা চৌ‌কি‌টি না থাকায় রো‌হিঙ্গা‌দের এ অবাধ বিচরণ আশঙ্কাজনক বৃ‌দ্ধি ‌পে‌য়ে‌ছে ব‌লে মতামত ক‌রে ব‌লেন, উ‌খিয়া থানা পু‌লি‌শের এ উ‌দ্যোগ এলাকায় শা‌ন্তি শৃঙ্কলায় আরও গ‌তি সঞ্চার হ‌বে।