রিং আইডি’র পরিচালক সাইফুল গ্রেফতার

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ২, ২০২১

ডেস্ক নিউজ;
সামাজিক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামকে (৪১) গ্রেফতার করেছে সিআইডি। গ্রাহকদের সাথে প্রতারনা ও অর্থ আত্মসাতের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। শনিবার (২ অক্টোবর) দুপুরে সিআইডির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার (১ অক্টোবর) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে এখন বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিআইডি জানায়, রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন- এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে রিং আইডির বিরুদ্ধে মামলা করেন এক ব্যক্তি। ওই মামলায় সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি গ্রাহকের অর্থ নিয়ে পণ্য না দিয়ে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকটি ই-কমার্স প্রতিষ্ঠানের মালিক ও শীর্ষ কর্মকর্তারা। এর মধ্যে রয়েছে ইভ্যালি, ই–অরেঞ্জ ও ধামাকা শপিং। একই অভিযোগে এবার গ্রেফতার হলেন রিং আইডির পরিচালক সাইফুল ইসলাম ।

সীমান্তবাংলা / ২ অক্টোবর ২০২১