রাসেলের ‘৪০০’ ছক্কা

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০১৯

অনন্য মাইলফলক স্পর্শ করলেন ওয়েস্ট ইন্ডিজের হার্ডহিটার আন্দ্রে রাসেল। বঙ্গবন্ধু বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ২১ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেছেন তিনি। এ পথে ৪টি ছক্কা মেরেছেন রাজশাহী রয়্যালস অধিনায়ক। তাতে টি-টোয়েন্টি ক্রিকেটে ৪০০ ছক্কার এলিট ক্লাবে নাম লিখিয়েছেন ক্যারিবীয় ব্যাটার।

শনিবার মিরপুরে খেলতে নামার আগে রাসেলের নামের পাশে ছিল ৩৯৭টি ছক্কা। এদিন কুমিল্লা পেসার আল-আমিন হোসেনকে সোজা ব্যাটে ছয় মেরে ৪০০ ছক্কার ল্যান্ডমার্কে পৌঁছান তিনি। বিশ্বের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে এ কীর্তি গড়লেন দ্রি রাস।

এর আগে এ মাইলফলক অতিক্রম করেন ৪ ব্যাটসম্যান। ৪০০ ম্যাচে ৯৬৬টি ছক্কা মেরে সবার ওপরে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইল। ৪৯৬ ম্যাচে ৬৪৭টি ছক্কা হাঁকিয়ে দ্বিতীয় স্থানে তার সতীর্থ কাইরন পোলার্ড। ৩৭০ ম্যাচে ৪৮৫টি ছয় মেরে তৃতীয় নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম।আর ৩১৭ ম্যাচে ৪৩১টি ছক্কা মেরে চার নম্বরে অস্ট্রেলিয়ান শেন ওয়াটসন।
টিনিউজ/এফএইস