রামুর দক্ষিন মিঠাছড়ির উমখালীতে ২টি বসত বাড়ি পুড়ে ছায়

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২

 

কামাল শিশির, রামু

রামুর দক্ষিন মিঠাছড়ি উমখালীতে ২টি বসত ঘর আগুনে পুড়ে ছায় হয়ে গেছে। এতে ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার ২৫ নভেম্বর দুপুর ১টার দিকে মধ্যম উমখালীর আজিম উদ্দিন সিকদার পাড়া এলাকার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে

দক্ষিন মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আমির হামজা কোম্পানী ঘটনাস্থান পরিদর্শন করে জানান, ২টি বসত ঘরে ৪টি পরিবার বসবাস করতেন।

তারা হলেন মধ্যম উমখালী আজিম উদ্দিন পাড়া জামে মসজিদের ইমাম মাওলানা হাবিব উল্লাহ, তার ভাই সফি উল্লাহ ও কলঘর বাজার গফুর মাইক সার্ভিসের ছোট ভাই আবছার কামাল, নুরুল আজিম।

বাড়ির মালিক মাওলানা হাবিব উল্লাহ জানান, খাট, ফ্রিজসহ বাড়ির সব আসবাবপত্র সম্পুর্ণ পুড়ে গেছে। তার দুই ভাইয়ের বসত বাড়ি আগুনে পুড়ে ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

গফুর মাইক সাভিসের আবদুল গফুর জানান, তার ছোট দুই ভাই আবছার কামাল ও নুরুল আজিম বসবাস করতেন। তাদের পাকা বাড়ির বসখাট, সুপাসেটসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্র আগুনে পুড়ে গেছে। তাদের ১০ লক্ষ টাকার জিনিষপত্র আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে।