রামুতে শিল্পী বিনয় বড়ুয়া স্মৃতি সংসদের উদ্যোগে সম্প্রীতির উপহার বিতরণ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মে ১, ২০২১

 

কামাল শিশির, রামু

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের কারনে কর্মহীন ঘরবন্দি মানুষের মাঝে সম্প্রীতির উপহার বিতরণ করেছে আওয়ামী লীগ নেতা শিল্পী বিনয় বড়ুয়া স্মৃতি সংসদ। শিল্পী বিনয় বড়ুয়ার সন্তান কক্সবাজার জেলা যুবলীগের সাবেক নেতা ও সাবেক কৃতি ফুটবলার পলক বড়ুয়া আপ্পুর সার্বিক সহযোগিতায় এ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সরোয়ার উদ্দিন।

শনিবার (১ এপ্রিল) বিকাল ৪ টায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার মাঠে মুসলিম, হিন্দু ও বৌদ্ধদের মাঝে সম্প্রীতির এ উপহার বিতরণ করা হয়।
উপহার বিতরনপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেছেন, অসহায় মানুষের বিভিন্ন দুঃসময়ে যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু মানবতার সেবায় এগিয়ে আসেন।

তিনি গত বছরও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারনে সাধারণ মানুষ কর্মহীন হয়ে ঘরবন্দি হলে নিজ গ্রাম মধ্যম মেরংলোয়াসহ বিভিন্ন গ্রামের মানুষের সেবায় এগিয়ে আসেন। এবারও করোনার ২য় ঢেউ মহামারি আকার ধারণ করলে মানুষ গৃহবন্ধি হয়ে পড়ে।

ওই সময়েই যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু স্থানীয় অসহায় মুসলিম, হিন্দু ও বৌদ্ধদের মাঝে সম্প্রীতির উপহার বিতরনের উদ্যোগ নিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এ প্রশংসিত উদ্যোগ আগামীতেও মানবতার সেবায় এগিয়ে যাবে এমনই প্রত্যাশা উপস্থিত সকলের।

স্থানীয় মেম্বার লিটন বড়ুয়ার সভাপতিত্বে সম্প্রীতির উপহার বিতরণপূর্ব সভায় বিশেষ অতিথির মধ্যে বিশিষ্ট ন্যাপনেতা মাষ্টার সৈকত বড়ুয়া, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সবীর বড়ুয়া বুলু, সমাজসেবক নীলোৎপল বড়ুয়া নীলু, ব্রার্দাস ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নবু আলম, সাংগঠনিক সম্পাদক পুলক বড়ুয়া, প্রবাল বড়ুয়া নিশান, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, কক্সবাজার তাঁতীলীগের সহ-সভাপতি আনচারুল হক ভুট্টো, সোনালী অতীত ফুটবল ক্লাবের সদস্য সচিব মাষ্টার জিটু বড়ুয়া, রামু পুজা উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক প্রকাশ সিকদার, বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান সম্প্রীতি পরিষদের সভাপতি সুরেশ বড়ুয়া বাঙ্গালী, রামু বৌদ্ধ যুব পরিষদের সভাপতি কেতন বড়ুয়া, সাধারণ সম্পাদক বিপুল বড়ুয়া আব্বু, জেলা রেফারী পরিষদের সদস্য ওমর ফারুক মাসুম, সাংবাদিক সোয়েব সাঈদ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রিটন বড়ুয়া। পরে সামাজিক দুরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে ঘরবন্দি অসহায় মানুষের মাঝে সম্প্রীতির উপহার তোলে দেন অতিথিরা।

সীমান্তবাংলা / ১ মে ২০২১