উপজেলা প্রশাসনের উদ্যোগে রামু‌তে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ৭, ২০২৩

 

কামাল শিশির, রামু

রামুতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে সকালে উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালা উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার রণধীর বড়ুয়া, রামু থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসাইন, রামু প্রেস ক্লাব সভাপতি ও রামু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, রামু স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকতা ডাঃ নোবেল কুমার বড়ুয়া, রামু নির্বাচন অফিসার মাহফুজ আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। সার্বিক পরিচালনা করেন অধ্যাপক পরিক্ষিত বড়ুয়া।

সভাপতির বক্তব্যে রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন – জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল বলেই স্বাধীনতা অর্জন সম্ভব হয়েছে। ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষনের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হওয়ার মধ্য দিয়ে আপমর জনতা পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময় বাঙালি জাতি স্বাধীনতা লাভ করেছিলেন।

সেই ঐতিহাসিক ভাষনের মাধ্যমে ইতিহাস রচিত হয়েছিল। ৭ই মার্চ মঙ্গলবার সেই ঐতিহাসিক ভাষনে মাধ্যমে ইতিহাসের দিনটি রামু উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয় ।