যুব ইউনিয়ন নেতা জসিম ও শরীফ আজাদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২২

প্রেস বিজ্ঞপ্তি;
কক্সবাজার জেলা যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জসিম আজাদ ও সদস্য শরীফ আজাদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জেলা যুব ইউনিয়ন। এসময় হামলাকারী উখিয়ার রত্নাপালং ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হুদা ও তার সাঙ্গপাঙ্গদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানানো হয়। একইসাথে নির্যাতনের শিকার জসিম ও শরীফের আাজাদের দায়ের করা মামলার এজাহার রুজু করতে পুলিশের প্রতি আহ্বান জানানো হয়।
শুক্রবার বিকেলে শহরের লালদীঘির পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা যুব ইউনিয়নের সভাপতি শহীদুল্লাহ্ শহীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির মোবারকের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কক্সবাজার জেলা শাখার সভাপতি কমরেড দিলীপ দাশ, যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি হাফিজ আদনান রিয়াদ, যুব ইউনিয়ন চট্টগ্রাম দক্ষিণের সভাপতি সনৎ বড়ুয়া, রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচএম নজরুল ইসলাম, জেলা যুব ইউনিয়নের সহসভাপতি ফাতেমা আকতার মার্টিন, সহসাধারণ সম্পাদক সৌরভ দেব, তথ্য ও গবেষণা সম্পাদক আজিম নিহাদ, সদস্য ফাতেমা আকতার শাহী, ছাত্র ইউনিয়নের জেলা সংসদের সভাপতি জয় বড়ুয়া।
এসময় উপস্থিত ছিলেন টিইউসি নেতা কমরেড অনিল দত্ত, যুব নেতা মঈনুদ্দীন শাহীন, পরিমল বড়ুয়া, নিধু ঋষি, যুব ইউনিয়ন কক্সবাজার জেলা কমিটির সহ সভাপতি আনোয়ার হাসান চৌধুরী, সদস্য আজিজ রিপন, মারজিয়া খানম, কানন বড়ুয়া, সামিরা রিমা, সাবেক ছাত্র নেতার রাহুল মহাজন, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মুক্তাদিল জয় প্রমুখ।
এছাড়াও যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, সিপিবি, মৎস্যজীবী ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।