ময়মনসিংহ মেডিকেলের কোভিড ইউনিটে দুই বৃদ্ধের মৃত্যু

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২
???????????????????????????????????????????

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও দুই বৃদ্ধের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে করোনায়। বাকি একজনের উপসর্গ ছিল।

রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত দুইজনের একজনের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়। ৭০ বছর বয়সী ওই বৃদ্ধের নাম লালমোহন। অন্যজনের নাম হারুন। শেরপুরের নকলা উপজেলার এই বাসিন্দার বয়স ৬০ বছর।

মহিউদ্দিন খান আরও বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৩ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৪৬ জন রোগী চিকিৎসাধীন আছেন। চিকিৎসাধীন ৪৬ জনের মধ্যে ১০ জন করোনা পজিটিভ। হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৩৪৪টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৯৪ জনের করোনা শনাক্ত হয়েছে বলে জানা গেছে।