মৎস্যজীবীলীগ পুনঃর্গঠনে ৩ উপজেলায় সমন্বয় কমিটি

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২২

               এন আলম আজাদ সমন্বয়ক

বিশেষ প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগ কক্সবাজার জেলার ৩ ইউনিট টেকনাফ,উখিয়া ও রামু উপজেলায় সাংগঠনিক তৎপরতা গতিশীল এবং ঐ ইউনিট গুলো পুনঃর্গঠনে তিন সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নির্দেশে ( চট্টগ্রাম বিভাগীয়)দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদ্বয় এম এ গফফার কুতুবী ও এ কে এম আজিজুল হক চৌধুরী জেলা কমিটির আজ অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ কমিটি গঠন করেন।
নবগঠিত এ সমন্বয় কমিটির আহবায়ক হয়েছেন জেলা মৎস্যজীবীলীগের যুগ্ম আহবায়ক সাংবাদিক এন আলম আজাদ। কমিটির সদস্যরা হলেন মহিউদ্দিন আজাদ ও সাইফুল কাদির।
এব্যাপারে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ গফফার কুতুবী জানান,তিন সদস্যের এ কমিটি আগামী ৩০ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট তিন উপজেলার সাংগঠনিক রিপোর্ট জেলা কমিটিকে উপস্থাপন করবেন।ঐ রিপোর্টের ভিক্তিতেই মুলত টেকনাফ, উখিয়া ও রামু উপজেলার পুর্নাঙ্গ আহবায়ক কমিটির অনুমোদন দেবেন।
সেই কমিটিই সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে উপজেলা গুলোতে মৎস্যজীবীলীগ পুনঃগঠন করবেন বলে জানান তিনি।
অপর এক সিদ্ধান্তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আসন্ন ৭ ডিসেম্বরে কক্সবাজারের জনসভা সফলে ২৫ নভেম্বর কক্সবাজার পৌর কমিটির কর্মী সভা ও ২৬ নভেম্বর জেলা কমিটির বর্ধিত সভার সিধান্ত চুড়ান্ত হয়।
সংগঠনের কর্মসূচি গুলোতে নেতা কর্মীদের স্ব-উদ্যেগে উপস্থিতির তাগিদ দিয়েছেন কেন্দ্রীয় কমিটির অপর সাংগঠনিক সম্পাদক এ কে এম আজিজুল হক চৌধুরী।