মৌলানা শাহাদাত কবিরের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক প্রকাশ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: জুলাই ১৬, ২০২১

 

বিশেষ প্রতিনিধি;

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের বানিয়া কাটা এলাকার পীরে কামেল মরহুম হযরত মৌলানা মাশুক ইলাহীর বড় সন্তান, সাবেক এমপি মরহুম ইসহাক মিয়ার বড় ভাই মরহুম মনজুর মিয়ার ভাগিনা ও বড় জামাতা, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা কুতুব ইলাহীর পিতা,হোয়ানক ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের জেঠাত বোনের জামাই হোয়ানক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক মৌলানা শাহাদাত কবির চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৬ ছেলে এবং ৪ কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী,জেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার পাশা, সাধারণ সম্পাদক আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি, কক্সবাজার রামুর সাবেক সাংসদ লুৎফুর রহমান কাজল, মহেশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান শরীফ বাদশা, হোয়ানক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল, মহেশখালী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আবুল বশর পারভেজ ও সাধারণ সম্পাদক মহেশখালী পৌরসভার কাউন্সিলর ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলার সহসভাপতি সাংবাদিক ছালামত উল্লাহ, মহেশখালী উপজেলা যুবলীগের আহবায়ক শাজেদুল করিম, যুগ্ম আহ্বায়ক এডঃ শেখ কামাল,

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলার সহসভাপতি ও জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোর্শেদ, মহেশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ, সাধারণ সম্পাদক পারভেজ আহমদ, কৃষকলীগের সভাপতি সরওয়ার কামাল ও সাধারণ সম্পাদক আবু ছালেহ, মহেশখালী উপজেলা জাতীয় শ্রমীকলীগের সাংগঠনিক সম্পাদক আবু মুসা কলিম উল্লাহ প্রমুখ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সীমান্তবাংলা /১৬ জুলাই ২০২১