মুভমেন্ট পাসের ওয়েবসাইটে ৭ কোটির বেশি হিট

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২১

সীমান্তবাংলা ডেক্স : আজ বুধবার থেকে শুরু হয়েছে এক সপ্তাহের ‘কঠোর লকডাউন’। এই সময়ে খুব জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে বের হতে হলে নিতে হবে বাংলাদেশ পুলিশের মুভমেন্ট পাস। এজন্য বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে সাত কোটি ৮১ লাখ হিট হয়েছে।

আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত তিন লাখ ১০ হাজার মানুষ মুভমেন্ট পাস পাওয়ার জন্য আবেদন সম্পন্ন করেছে। এদের মধ্যে দুই লাখ ৫০ হাজার মানুষকে লকডাউনের মধ্যেও বাইরে বের হওয়ার অনুমতি দিয়েছে পুলিশ।

সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মুভমেন্ট পাস নামের অ্যাপ চালুর পর থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট সাত কোটি ৮১ লাখ হিট করা হয়েছে। এদের মধ্যে তিন লাখ ১০ হাজার ব্যবহারকারী তাদের আবেদন সম্পন্ন করলেও দুই লাখ ৫০ হাজার আবেদন এরই মধ্যে ইস্যু করেছে পুলিশ।’

এর আগে, গতকাল মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মিলনায়তনে ‘মুভমেন্ট পাস অ্যাপ’টির উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।

এ সময় ড. বেনজীর আহমেদ বলেন, ‘বুধবার থেকে সারা দেশে শুরু হওয়া লকডাউনে কাউকে রাস্তায় দেখতে চাই না। অপ্রয়োজনীয় চলাফেলা বন্ধ করতে ও যাদের একান্তই বাইরে যাওয়ার প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাসের ব্যবস্থা করেছে পুলিশ।’

আইজিপি বলেন, ‘সাংবাদিকদের মুভমেন্ট পাস নিতে হবে না। শুধু যারা জরুরি কাজে বাইরে বের হবেন, তাদের এই পাস নিতে হবে। অফিসিয়াল কাজ কিংবা জরুরি প্রয়োজনে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের জন্য মুভমেন্ট পাস নিতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া বন্ধ করতে এই মুভমেন্ট পাসের ব্যবস্থা করা হয়েছে।’

১৪এপ্রিল/এলএ/এডমিন/ইবনে

সংবাদটি শেয়ার করুন