মানবপাচারের শিকার সকলকে বিজি‌বির হা‌তে তু‌লে দেয়ার আশ্বাস

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০

বাংলাদেশ-ভারত সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করার ক্ষেত্রে নিজেদের নীতির কথা পুনরায় উল্লেখ করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তে মৃত্যুর বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্বেগ প্রকাশের পরিপ্রেক্ষিতে এ আশ্বাস দেয় বিএসএফ।

১৬-১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় বলে শনিবার (১৯ সেপ্টেম্বর) জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন।

ভারতীয় হাইকমিশন জানায়, বিএসএফ আশ্বাস দিয়েছে যে নিরস্ত্র ও নিরপরাধ এবং মানবপাচারের শিকার সকলকে বিজিবির সদস্যদের হাতে সোপর্দ করা হবে।

এছাড়া, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তে পাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালুর বিষয়ে সম্মত হয়েছে উভয় বাহিনী।

সম্মেলনে বিজিবির মহাপরিচালক মো. সাফিনুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়। বিএসএফের তরফ থেকে অংশ নেয় রাকেশ আস্তানার নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল।

আলোচনায় বিএসএফ এবং বিজিবি উভয়ই আন্তসীমান্ত অপরাধ কমিয়ে আনা এবং নিরাপত্তার প্রশ্নে পারস্পারিক সহযোগিতা জোরদার করার জন্য বিভিন্ন প্রস্তাব দেয়া হয়।