মাদক বিক্রি করছে যুক্তরাষ্ট্রের অনলাইন প্লাটফর্ম ‘আমাজন’

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১

ইন্টারন্যাশনাল ডেস্ক ;

যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন প্লাটফর্ম আমাজনের ভারতীয় শাখায় মাদক মারিজুয়ানা বিক্রি ও পাচার করা হচ্ছে বলে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

গত সপ্তাহে মধ্যপ্রদেশ রাজ্যের কেন্দ্রস্থলে ২১ কিলোগ্রাম মাদকসহ দুজনকে আটক করা হয়েছে। দেশের অন্যত্র মাদকপাচার করতে তারা ভারতীয় আমাজনকে ব্যবহার করছে বলেও স্বীকার করেছে।

স্থানীয় পুলিশের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, প্রাকৃতিক মিষ্টিজাতীয় পাতা স্টেভিয়া পাতা বাজারজাতকরণের নামে তারা মারিজুয়ানা বিক্রি করতেন বলে ভারতীয় পুলিশের কাছে স্বীকার করেছেন।

পুলিশি তদন্তে যে তথ্যপ্রমাণ বেরিয়ে এসেছে—তার বিপরীতে আমাজন যেভাবে সাড়া দিয়েছে—তা সন্তোষজনক না হওয়ায় অনলাইন পোর্টালটির কর্মকর্তাদের নামও মামলায় রাখা হয়েছে।

তবে কত সংখ্যক কর্মীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, আমাজন কিংবা পুলিশের কাছ থেকে তা নিয়ে কোনো আভাস মেলেনি।

আমাজনের একটি গুরুত্বপূর্ণ বাজার ভারতে স্থানীয় বিনিয়োগ সাড়ে ৬০০ কোটি মার্কিন ডলার। অনলাইন পোর্টালটির ভারতীয় শাখার জন্য এই মাদক মামলা নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সীমান্তবাংলা/রম/২২ নভেম্বর ২০২১