মহেশখালীতে অসহায় এতিম শিক্ষার্থীর সাইকেল জালিয়াতি করে হাতিয়ে নিল প্রধান শিক্ষকের ছেলে।

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৩

 

মোঃ জয়নাল, কক্সবাজার

সামিয়া সোলতানা সোমা মহেশখালী উপজেলার কুতুবজোম আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর A শাখার মানবিক বিভাগের ছাত্রী। তার রোল নাম্বার- ০১। গত বৃহস্পতিবার (২৩ মার্চ) অত্র বিদ্যালয়ের বিদায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি মহেশখালী-কুতুবদিয়া-০২ আসনের সংসদ সদস্য আলহাজ আশেক উল্লাহ রফিক প্রত্যেক শ্রেণীর মেধা তালিকায় প্রথম স্থান অর্জনকারীদের বাইসাইকেল উপহার দিয়েছেন। কিন্তু দশম শ্রেণীতে রোল ০১ মেধাবী ছাত্রী সুমাইয়া সোলতানা সোমাকে না দিয়ে একই গ্রুপে রোল ০২ অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাষ্টার মাহমুদুল করিম এর ছেলে মাহমুূদ শাহ নাহিদকে ডালিয়াতি ও কারচুপির মাধ্যমে দেওয়া হয়।

সুমাইয়া ইসলাম সোমা একজন এতিম মেয়ে এবং খুবই মেধাবী। প্রত্যেক ক্লাসে বার্ষিক পরীক্ষায় সে সর্বোচ্চ নাম্বার পাওয়ার পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ছেলেকে বিভিন্ন ক্লাসে অনৈতিকভাবে রোল ০১ করে কারচুপি করা হত বলে সোমা জানান। বিষয়টি বেশ কয়েকবার প্রমাণিতও হয়েছে। এতে সুমাইয়া সোলতানা এবং তার পরিবার খুবই মর্মাহত এবং হতাশ।সোমাইয়ার বড় ভাই খোকন জানাই, অত্র স্কুলের অন্যায় ও অনিয়মের কোন শেষ নেই। সবখানে স্বজনপ্রীতি এই স্কুলে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে স্কুলকে দুর্নীতি মুক্ত করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কামনা করছেন।এ ব্যাপারে প্রধান শিক্ষক মাহামুদুল করিমের সাথে যোগাযোগের জন্য তার ফোনে কল করলে মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ৷