মহাসড়‌কে গা‌ড়ি থা‌মি‌য়ে টোল আদায় করা যা‌বেনা- হাই‌কোর্ট

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২২

সীমান্তবাংলা ডেস্ক:

গাড়ির গতি থামিয়ে দেশের কোনও সড়ক বা মহাসড়কে কোনও ধরনের টোল আদায় করা যাবে না। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের পৌর- ১ শাখার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দিষ্ট টার্মিনাল ছাড়া সড়ক বা মহাসড়কে টোল আদায় করা যাবে না। নির্দিষ্ট টার্মিনাল ছাড়া মহাসড়কে টোল উত্তোলন না করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা প্রতিপালনে মেয়রদের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।
পৌরসভার মেয়রদের উদ্দেশে বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগে দায়েরকৃত রিট পিটিশন নং-৪৬৪০/২০২২ এর গত ২১ এপ্রিলের আদেশের আলোকে টার্মিনাল ছাড়া কোনও সড়ক বা মহাসড়ক থেকে টোল উত্তোলন না করার জন্য সব সিটি করপোরেশন এবং পৌরসভার মেয়রদের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে নির্দেশনা দেওয়া হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওই নির্দেশনা প্রতিপালনের জন্য অনুরোধ করা হলো।