ভয়াবহ আগুনে পুড়ছে রোহিঙ্গা ক্যাম্প

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: মার্চ ২২, ২০২১

সীমান্তবাংলা ডেক্স : কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার বিকাল ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কয়েক ঘণ্টার আগুনে কয়েক শ’ ঘর পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশনের চারটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছুদ্দৌজা জানান, আগুন এখনো জ্বলছে। কী পরিমাণ বসতঘরের ক্ষতি হয়েছে তা জানা যায়নি।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ জানান, আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর একটি টিমও কাজ করছে। লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হচ্ছে। সড়কের উপর ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা ও স্থানীয়রা অপেক্ষা করার কারণে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে বলে জানান তিনি।

গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ক্যাম্পে এর আগেও কয়েক দফা আগুনের ঘটনা ঘটেছে।

২২মার্চ/জেবি/এডমিন/ইবনে যায়েদ

 

সংবাদটি শেয়ার করুন