ভ্যাকসিন পরিবহন আকাশপথে হবে শতাব্দীর সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২০

বিশ্বজুড়ে করোনার ভ্যাকসিন বা টিকা পরিবহন হবে বিমান শিল্পের জন্য এ যাবৎকালের সবচেয়ে বড় পরিবহন চ্যালেঞ্জ। আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ) বলছে, এতে ৮ হাজার বোয়িং ৭৪৭-এর সমতুল্য পরিবহন প্রয়োজন হবে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এখনো করোনার কোনো টিকা চূড়ান্ত অনুমোদন পায়নি। একাধিক টিকার পরীক্ষামূলক প্রয়োগে প্রাথমিক সাফল্য এলেও এখনো কাজ চলছে। তবে আইএটিএ এখনই ভ্যাকসিনের পরিবহন নিয়ে এয়ারলাইনস, বিমানবন্দর, বৈশ্বিক স্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে কাজ শুরু করেছে। বিতরণ পরিকল্পনায় ধরে নেওয়া হচ্ছে একজন ব্যক্তির জন্য কেবল একটি ডোজ প্রয়োজন হবে।