ভুলে পাঠানো ১০ হাজার টাকা মালিককে ফেরৎ দিলেন সাংবাদিক

প্রকাশিত: জুলাই ১৩, ২০২০
ভুলে পাঠানো ১০ হাজার টাকা মালিককে ফেরৎ দিলেন সাংবাদিক

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ

বিকাশ (পারসোনাল) নাম্বারে ভুলক্রমে পাঠানো ১০ হাজা টাকা মালিককে ফিরিয়ে দিয়েছেন মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় কর্মরত এক সাংবাদিক। তার নাম মো. ইসমাঈল খন্দকার। বর্তমানে তিনি দৈনিক ইনকিলাব ও স্থানীয় দৈনিক সভ্যতার আলো পত্রিকার সিরাজদিখান প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। আজকাল রাস্তায় কুড়িয়ে পাওয়া ১০ টাকাও মানুষজন ফিরিয়ে দিতে চাননা। কিন্তু বর্তমান করোনা সংকটকালীন সময়ে ১০ হাজার টাকা মালিককে ফিরিয়ে দিয়ে মানবতার আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন ওই সাংবাদিক। ঘটনার বিবরণীতে জানা যায়, গত ৯ জুলাই একটি গ্রামীন নাম্বারের বিকাশ একান্ট থেকে সাংবাদিকদের বিকাশ পারসোনাল একাউন্টে ভুলক্রমে ১০ হাজার টাকা পাঠানো হয়। টাকা একাউন্টে ঢোকার পর তিনি প্রকৃত মালিককে টাকাগুলো ফেরৎ দিবেন বলে আগে থেকেই মনস্থির করে রাখেন এবং সঠিক মালিকের ফোনের অপেক্ষা করছিলেন। ওইদিন বিকালে টাকার মালিকের ফোন আসে এবং বলা হয় টাকাগুলো ফেরৎ দিতে। টাকার মালিককে বলা হয়, তিনদিন পর আপনার টাকা ফেরৎ দেওয়া হবে। যাচাই বাছাই শেষে কথা অনুসারে গতকাল সোমবার বিকালে মালিককে তার টাকা পুনরায় ফেরৎ পাঠানো হয়। এদিকে ভুল ক্রমে একাউন্টে যোগ হওয়া টাকা বিয়োগ করে মালিককে ফেরৎ দিতে পেরে নিজের কাছে স্বাচ্ছন্দবোধ করছেন সাংবাদিক ইসমাঈল খন্দকার। অন্যদিকে একাউন্ট থেকে বিয়োগ হওয়া টাকা পুনরায় একাউন্টে যোগ হওয়ায় খুশিতে আত্নহারা টাকার মালিক। টাকার মালিক মো. সবুজের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজকাল ২০ টাকা হারিয়ে গেলে ফেরৎ দেয় না কেউ। আমার টাকাগুলো আমাকে ফেরৎ দিয়েছে এ জন্য আমি তাকে ধন্যবাদ জানাই৷ তাকে চা খাওয়ার জন্য দাওয়াত করেছি।