ভারতে এলকোহল মিশ্রিত সেনিটাইজার পান করে ৭ শ্রমিকের মৃত্যু

SIMANTO SIMANTO

BANGLA

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২১

ইন্টারন্যাশনাল ডেস্কঃ

ভারতের মহারাষ্ট্রে হ্যন্ড সেনিটাইজার পান করে ৭ শ্রমিকের মৃত্যু। ভারতে চলমান লকডাউনে মদের দোকান বন্ধ থাকায় তারা মদ কিনতে পারেননি। সেই কারণে স্যানিটাইজার খেয়ে নেন। কারণ, তারা মনে করেন স্যানিটাইজারেও অ্যালকোহল থাকে। তাই মদ না পেয়ে স্যানিটাইজার খেয়ে এই সাত শ্রমিকের মৃত্যু হয়েছে। সম্প্রতি এই ঘটনাটি মহারাষ্ট্রে ঘটেছে।

সেখানকার প্রশাসনের পক্ষে শনিবার (২৪ এপ্রিল) জানানো হয়েছে, রাজ্যজুড়ে লকডাউন চলছে। তাই জরুরি পরিষেবা ছাড়া সবকিছুই বন্ধ। সে কারণে মদও পাওয়া যাচ্ছে না। মদ না পেয়ে ওই সাতজন স্যানিটাইজার খায় বলে জানা গেছে।
মহারাষ্ট্রের নাগপুর থেকে ১৬০ কিলোমিটার দূরে অবস্থিত বাণী গ্রামের বাসিন্দা ছিল ওই সাতজন। প্রত্যেকেই শ্রমিক। শুক্রবার গভীর রাতে তাদের স্থানীয় হাসপাতালে আনা হয়। তাদের মুখের ভেতর, পাকস্থলী পুড়ে গিয়েছিল। তারা বমি করছিলেন। পরে হাসপাতালেই তাদের মৃত্যু হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস
সীমান্তবাংলা / ২৬ এপ্রিল ২০২১